দিনাজপুর প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৫, ০৩:৫২ পিএম
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সারা দেশে ৫৫ লাখ পরিবার মাসে ৩০ কেজি করে ৬ মাসের জন্য ১৫ টাকায় চাল পাবেন। এর মধ্যে রংপুর বিভাগে প্রায় সাড়ে ৯ লাখ পরিবার “খাদ্যবান্ধব” চাল পাবেন। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হবে।
তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার বিভিন্নভাবে বাজার মনিটরিং করছে। চাল আমদানিকারকদের চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তারা নির্ধারিত নিয়ম অনুযায়ী বিভিন্ন পথ দিয়ে চাল আমদানি ও বিক্রি করতে পারবেন।
বুধবার সকাল ১১টায় দিনাজপুর সার্কিট হাউজে রংপুর বিভাগীয় কমিশনার, ৮ জেলার জেলা প্রশাসক, আনচলিক খাদ্য নিয়ন্ত্রক এবং ৮ জেলার খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার পরে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের এসব তথ্য জানান।
খাদ্য উপদেষ্টা আরও বলেন, যারা লাইসেন্সবিহীনভাবে মজুদ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকার কারো প্রতি ছাড় দেয় না। তিনি উল্লেখ করেন, সরকার প্রতিকেজি চাল ২০ থেকে ২৫ টাকা ভর্তুকি দিচ্ছে। গতবার ৪ টাকার ভর্তুকি দিয়ে ধান থেকে চাল কেনা হয়েছিল, কারণ কৃষকের খরচ বেড়ে গেছে। দিনাজপুরে সিএসডি করার পরিকল্পনা রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, এডিসি-রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম প্রমুখ।
ইএইচ