মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৫, ০৪:২৮ পিএম
পটুয়াখালীর মির্জাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র্যালী ও বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে উদযাপন করা হয়েছে।
বুধবার স্বেচ্ছাসেবক দলের মির্জাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে র্যালিটি শুরু হয় সুবিদখালী সরকারি কলেজ সংলগ্ন চত্বর থেকে।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাড. খলিলুর রহমান খলিল।
র্যালিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ও সদস্য সচিব মো. ইলিয়াস সিকদারের নেতৃত্বে পরিচালিত হয়।
এছাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন সিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদিন সুজন সিকদার, প্রচার সম্পাদক সার্জেন্ট (অব.) মো. আলমগীর হোসেন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আবুল বাসার মোকলেচ প্রমুখ উপস্থিত ছিলেন।
র্যালির শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপণ ও হাসপাতাল কম্পাউন্ড পরিস্কার-পরিছন্নতা কর্মসূচী সম্পন্ন করা হয়।
র্যালিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি, বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ডসহ অংশগ্রহণ করেন।
ইএইচ