তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৫, ০৪:৪১ পিএম
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে তাড়াশ থানা বার্ষিক পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি থানার সকল অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করেন।
এছাড়া হাজতখানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আসাদুজ্জামান শাকিল, তাড়াশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান, তদন্ত অফিসার (ওসি) রুপক এবং থানার অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্স।
পুলিশ সুপার পরিদর্শনের পর থানার অস্ত্রাগার, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের রেজিস্টারসহ বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
ইএইচ