ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫
Amar Sangbad

রাজবাড়ী হাসপাতালে দুদকের অভিযান: অনিয়মের সত্যতা উদঘাটন

কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী

কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী

আগস্ট ২০, ২০২৫, ০৬:০৯ পিএম

রাজবাড়ী হাসপাতালে দুদকের অভিযান: অনিয়মের সত্যতা উদঘাটন

রাজবাড়ী সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৃতীয় দফা অভিযানে খাবারে অনিয়ম, ওষুধের ঘাটতি, রোগীদের চিকিৎসায় অবহেলা এবং হাসপাতালের নোংরা পরিবেশসহ বিভিন্ন অনিয়মের সত্যতা উদঘাটন করা হয়েছে।

বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুস্তাফিজের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক জানান, রোগী ও স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান আয়োজন করা হয়। অভিযানকালে হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, সার্জারি ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করা হয়। পাশাপাশি রোগীদের খাবারের মান, চিকিৎসা সেবা এবং রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়।

তিনি আরও বলেন, “রোগীর সংখ্যার তুলনায় চিকিৎসকের অভাব স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে। ওয়াশরুমগুলো নোংরা ও অপরিচ্ছন্ন। ভর্তি রোগীদের নিয়মিত খাবার সরবরাহ করা হচ্ছে না—এমন অভিযোগও মিলেছে।”

দুদকের টিম হাসপাতালের তত্ত্বাবধায়ককে জরুরি বিভাগে ২৪ ঘণ্টা চিকিৎসক উপস্থিত রাখা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খাবারের মান উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে। অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনের কাছে জমা দেওয়ারও কথা জানিয়েছেন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন দুদকের উপসহকারী পরিচালক কামরুল হাসান ও সহকারী পরিদর্শক মো. শামীম।

ইএইচ

Link copied!