Amar Sangbad
ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪,

দুই ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১২, ২০২২, ০৭:১২ পিএম


দুই ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ঋণ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া ইসলামী শরিয়াহর ভিত্তিতে পরিচালিত তিনটি ব্যাংকের মধ্যে দুটিতে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে দুইজন পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক আবুল কালামকে বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক মুতাসিম বিল্লাহ।

স্যোশাল ইসলামি ব্যাংকে কেন পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়নি জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘অভিযুক্ত সবগুলো ব্যাংকের বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে দুটি ব্যাংকে পর্যবেক্ষক দেয়া হয়েছে। বাকিগুলোর বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসবে।’

নিয়ম অনুযায়ী পর্যবেক্ষকগন ইসলামী ব্যাংক ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদের সবগুলো সভায় অংশ নেবেন। পর্ষদ সভায় কোনো বক্তব্য থাকলো তারা জানাবেন।
সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে তিনটি ইসলামী ব্যাংকের ঋণের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। লাইসেন্সবিহীণ ও অস্থিত্বহীন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন উপায়ে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬০ হাজার কোটি টাকার ঋণ নেওয়ার তথ্য তুলে ধরা হয় প্রতিবেদনে।

এর মধ্যে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৪৪ হাজার কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে ১৬ হাজার কোটি টাকা ও বাকি অর্থ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে বের করে নেওয়া হয়। যেসব প্রতিষ্ঠানের নামে এসব ঋণ বের করা হয়, তার মধ্যে বেশ কয়েকটি ভুয়া ঠিকানা ব্যবহার করে ঋণ নিয়েছে। যেগুলো মূলত নামসর্বস্ব কোম্পানি। আবার একটি গ্রুপকে আইন ভেঙে ঋণ সীমার কয়েকগুন বেশি ঋণ দেয়ার ঘটনা ঘটেছে।
 
অন্যদিকে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩৪ হাজার কোটি টাকার ঋণ অনিয়মের ঘটনা অনুসন্ধানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৭ ডিসেম্বর সাংবাদিকদের এ তথ্য জানান দুদক সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, ইসলামী শরিয়াভিত্তিক তিনটি ব্যাংকের ঋণের অনিয়মের বিষয়ে কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবি/ইএফ

 

Link copied!