Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

ডিসেম্বরে কমেছে মূল্যস্ফীতি

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২, ২০২৩, ০৭:১৯ পিএম


ডিসেম্বরে কমেছে মূল্যস্ফীতি

দেশে গত ডিসেম্বর মাসে বেশিরভাগ খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল থাকায় সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ৭১ শতাংশে নেমে এসেছে।

সোমবার (২ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া হালনাগাদ তথ্যে এমনটা জানানো হয়েছে।

মূলত সেপ্টেম্বর থেকে মূল্যস্ফীতি কমার প্রবণতা শুরু হয়। এর আগে, আগস্টে মূল্যস্ফীতি ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ৯ দশমিক ৫২ শতাংশে উন্নীত হয়। অক্টোবরে যা কিছুটা কমে ৮ দশমিক ৯১ শতাংশে নামে, এবং তারপরের মাসগুলোয় আরও কমে আসতে থাকে। নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৮৫ শতাংশ। সে হিসাবে ডিসেম্বরে এটি কমেছে শূন্য দশমিক ১৪ শতাংশ।

ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি নভেম্বরের ৮ দশমিক ১৪ শতাংশ থেকে ৭ দশমিক ৯১ শতাংশে নেমে এসেছে। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আগের মাসের ৯ দশমিক ৯৮ শতাংশ থেকে কমে হয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।

বিবিএস এর প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে গড়ে প্রতি মাসে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৭০ শতাংশ। আর ২০২১ সালের মাসিক গড় ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ।

এবি

 

Link copied!