Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪,

জাবি আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক সম্পর্ক

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

জুন ২৮, ২০২২, ০৮:৪৮ পিএম


জাবি আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক সম্পর্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃবিভাগীয় বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ৪৮/৪৭ স্কোর ব্যবধানে চ্যাম্পিয়ন ও দর্শন বিভাগ রানার আপ হয়। 

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো: শাহানুর রহমান সজীব।

মঙ্গলবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় ৪৭ স্কোর করে দর্শন বিভাগ। টান টান উত্তেজনাকর এই খেলায় মাত্র ১ পয়েন্ট ব্যবধানে ৪৮ স্কোর করে জয় নিশ্চিত করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।  

আন্তঃবিভাগীয় বাস্কেটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা বলেন, "আজকের খেলা দেখে আমি ছাত্রজীবনে ফিরে গেছি। ছাত্রাবস্থায় আমি বিশ্ববিদ্যালয়ের মূল দলের খেলোয়াড় ছিলাম, চ্যাম্পিয়নও হয়েছি। আজকের খেলা দেখে সেই কথা মনে পড়ে গেলো। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে খেলাধুলার বিকল্প নেই। যেহেতু আমি খেলোয়াড় ছিলাম, এখন পরিচালনা কমিটির সভাপতি হিসেবেও সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। যতটা সুন্দরভাবে খেলা পরিচালনা করা যায় সেই চেষ্টা করেছি।"

রানার্সআপ দল দর্শন বিভাগের ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক আবদুছ ছাত্তার বলেন, "খেলাধুলায় দর্শন বিভাগ বরাবরই ভালো করছে। বাস্কেটবলে এই প্রথম দর্শন বিভাগ ফাইনাল খেলেছে। প্রথমবারেই আমরা প্রত্যাশার চেয়ে ভালো খেলেছি। মাত্র এক স্কোর ব্যবধানে হেরেছি, ভাগ্য সুপ্রসন্ন থাকলে হয়তো আমরাই চ্যাম্পিয়ন হতাম। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে দুইজন জাতীয় পর্যায়ের খেলোয়াড় খেলেছে। তাদের মধ্যে একজন এম.ফিল পর্যায়ের শিক্ষার্থী। আরেকজন খেলোয়াড় খেলা শেষে আমাদের দর্শকের দিকে তেড়ে আসায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেটিও আমরা সামলে নিয়েছি।"

বিজয়ী দল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মো. আবদুল্লাহ হেল কাফী উচ্ছাস প্রকাশ করে বলেন, "আমি নিজে উপস্থিত থেকে আজকের ফাইনাল খেলা উপভোগ করেছি ও বিজয়ী হয়েছি। যেকোনো বিজয় নিঃসন্দেহে আনন্দের‌। নিজের বিভাগের এমন বিজয়ে আমরা উচ্ছসিত ও আনন্দিত। দর্শন বিভাগের জন্যেও শুভকামনা। তারাও অনেক ভালো খেলেছে। তারাও বিজয়ী হতে পারতো।"

গত ১৪ জুন বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে আন্তঃবিভাগীয় বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। 

কেএস 

Link copied!