Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইবির ৮ শিক্ষার্থী

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

মে ২, ২০২৩, ০৪:৪৯ পিএম


প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইবির ৮ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর জন্য প্রাথমিক ভাবে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী।

রোববার (৩০ এপ্রিল) ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ইউজিসির ওয়েবসাইটে প্রকাশিত ১৭৮ জনের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মনোনীতরা হলেন ধর্মতত্ত্ব অনুষদের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তোহা তরিক, কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হান আলী, বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের সুপ্তি চক্রবর্তী সাধনা এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফিরোজ খান। 

এ ছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের মো. মিজানুর রহমান, আইন অনুষদের আইন বিভাগের রুবাইয়া ইয়াসমিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেলিম রেজা জীবন এবং জীববিজ্ঞান অনুষদের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিং ইঞ্জিনিয়ারিং বিভাগের মুনতাহা বিনতে মুখলেস প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯-এর জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

এইচআর

Link copied!