Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪,

এটিএন বাংলা বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

জুন ২৩, ২০২৩, ০৯:৩৭ পিএম


এটিএন বাংলা বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় গ্রীন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি দল।

শুক্রবার (২৩ জুন) বেলা ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‍‍`বৈশ্বিক প্রেক্ষাপটে এবারের বাজেট জনবান্ধন। সরকারি দল হয়ে বিতর্ক করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিরোধী দল হিসেবে বিতর্ক করেছে গ্রীন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের তুখোড় বিতার্কিকরা।‍‍`

বিতর্কে সরকারি দলের প্রধানমন্ত্রীর ভূমিকায় ছিলেন সাইদুল ইসলাম সাঈদ, মন্ত্রী আসাদুজ্জামান রাজু, সরকার দলীয় সাংসদ মোর্শেদ হাসান আসিফ, সহযোগী বিতার্কিক সাজিয়া ইফফাত এবং আম্মান সিদ্দিকী।

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় স্পিকার হিসেবে বিতর্ক পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। এছাড়াও বিচারক হিসেবে দেশের স্বনামধন্য বিচারকবৃন্দ।

চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে জবি ডিবেটিং সোসাইটির মডারেটর সহকারী অধ্যাপক মো. মেফ্তাহুল হাসান বলেন, ‘১৯৯২ সালে প্রতিষ্ঠিত হওয়া জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করছে। সামনে আরও ভালো করবে এই প্রত্যাশা করি।’

জবি ডিবেটিং সোসাইটির সভাপতি সাইদুল ইসলাম সাঈদ বলেন, ‍‍`আমাদের সংগঠনটি মুক্তবুদ্ধির উন্মেষ এবং বিতর্ক চর্চায় সফলতার সাথে এগিয়ে যাচ্ছে অগ্রপাণে। দীর্ঘবছর পরে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির চ্যাম্পিয়ন ট্রফি আসলো। বিতর্ক দলের একজন হয়ে আমি অনেক আনন্দিত। আশাকরি আমাদের জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এক অন্যান্য উচ্চতায় নিয়ে যাবে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।

Link copied!