ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫
Amar Sangbad

পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি ও তার অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০৯:২৭ পিএম

পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি ও তার অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে ছাত্রলীগ সভাপতির লোকজন ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও শ্রমিকদের পিটিয়েছে এবং নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে রড নিয়ে গেছে বলেও অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার রাত ৯ টার দিকে পবিপ্রবি’র ক্যাম্পাসে নির্মাণাধীন শেখ রাসেল হলের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতেই ভুক্তোভোগী দুমকী সদর থানায় প্রতিকার চেয়ে এবং আজ বুধবার সকালে পবিপ্রবির উপাচার্য বরাবর নিরাপত্তা চেয়ে অভিযোগ করেছেন। অভিযুক্ত ওই ছাত্রলীগ সভাপতির নাম আরাফাত ইসলাম খান সাগর। আর এ ঘটনায় অভিযোগ করেছেন মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের প্রকল্প ব্যবস্থাপক মো. এনামুল হক।

অভিযোগ সূত্রে জানা গেছে, পবিপ্রবির শেখ হাসিনা হল ও শেখ রাসেল হলের নির্মাণাধীন ভবনের কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। প্রতিষ্ঠানটি ভবন নির্মাণ কাজ শুরুর পর থেকেই পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এনামুল হকের কাছে চাঁদা দাবি করে আসছে। তবে তিনি চাঁদা না দেওয়ায় বিভিন্ন সময়ে ওই ব্যবস্থাপককে হুমকি ধামকি দিয়ে থাকেন।

সর্বশেষ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে শেখ রাসেল হলের নির্মাণাধীন ভবনের রড ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন পবিপ্রবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রব্বানী সুরিদ, ইমরান হোসেনসহ তার অনুসারীরা।

এসময় ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার রড কোথায় নিয়ে যাচ্ছেন জিজ্ঞেস করলে তারা জানান, ‘ছাত্রলীগ সভাপতি আরাফাত ইসলাম খান সাগর রড নিয়ে যেতে বলছে’ এসময় ব্যবস্থাপক এনামুল হক এসে বাঁধা দিলে এবং প্রতিষ্ঠানের মালিককে জানিয়ে সময় চাইলে ছাত্রলীগ নেতা সুরিদ ও তার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে ব্যবস্থাপক এনামুল হকসহ কর্মরত কর্মীদের রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে এবং এনামুল হকের মোবাইল নিয়ে যায়। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপেক্সে যেতে চাইলে সেখানেও বাঁধা দেয় ছাত্রলীগ নেতারা।

এ বিষয় ভুক্তভোগী এনামুল হক বলেন, ‘আমাকে এবং আমাদের স্টাফদের বেধরম মারধর করেছে ছাত্রলীগ সভাপতি সাগরের লোক সুরিদসহ অনেকে। এসময় আমার মোবাইলটাও নিয়ে যায়। শুধু আজ না, সাগর বিভিন্ন সময়ে আমাকে হুমকি ধামকি দিয়ে আসছে। চাঁদা না দেওয়ায় আমাকে মেয়েদের দিয়ে ইভটিজিং করাবে বলেও হুমকি দেয়। ও চাঁদা চেয়েছে ভিডিও রেকর্ড সহ প্রমান আছে।’

এ বিষয়ে জানতে চাইলে গোলাম রব্বানী সুরিদ বলেন, ‘ছাত্রলীগ সভাপতি ক্যাম্পাসে নেই এবং সে জানেও না এঘটনা সম্পূর্ণ মিথ্যা। মূলতঃ বিশ্ববিদ্যালয়ের কনষ্ট্রাকশন এর কাজে অবৈধ লাইসেন্সবিহীন গাড়ি চলে, এ কারণে গতকাল জিজ্ঞেস করতে গেছিলাম কিন্তু তারা আমাদের উত্তেজিত হয়ে উল্টো ঘটনা ঘটালো।’

লাইসেন্স চেক করার দায়িত্ব আপনাকে দিছে জানতে চাইলে তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থী হিসেবে জিজ্ঞেস করার অধিকার আছে। এছাড়া প্রক্টর তাকে বলেছেন, লাইসেন্সবিহীন গাড়ি পেলে থামিয়ে রাখতে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, ‘আমি অসুস্থ গত দুইদিন পর্যন্ত ঢাকা, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, রাতেই থানায় একটি অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্ত চলমান আছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এ ব্যাপারে পবিপ্রবির রেজিস্ট্রার ও প্রক্টর সন্তোষ কুমার বসু বলেন, এরকম একটি অভিযোগের বিষয়ে শুনছে, আমরা ইন্টার্নাল সমাধান করার চেষ্টা করছি। তবে তদন্ত করা হবে এবং তদন্তে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

পবিপ্রবির উপাচার্য ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, আমি ঢাকায় আছি। ঘটনা উল্লেখ করে একটি অভিযোগ আমার বরাবরেও দিয়েছে এবং থানায়ও দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার করা হবে।

এআরএস

Link copied!