Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

১৭তম নিবন্ধন পরীক্ষার জাতীয় মেধাতালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৬, ২০২৪, ১২:৩৭ পিএম


১৭তম নিবন্ধন পরীক্ষার জাতীয় মেধাতালিকা প্রকাশ
ছবি: সংগ্রহীত

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিষয় জাতীয় মেধাতালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারছেন।

এর আগে গত মঙ্গলবার ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের জাতীয় মেধাতালিকা নিয়ে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাথে সভায় বসে এনটিআরসিএ। এ সভায় জাতীয় মেধাতালিকার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে কবে এ মেধাতালিকা প্রকাশ হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়।

তথ্যমতে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এক বিষয়ে একাধিক প্রার্থী সনদ অর্জন করেন। পরবর্তীতে প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রার্থীদের জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই মেধাতালিকা অনুযায়ী পরবর্তীতে নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ।

উল্লেখ্য, গত বছরের ৫ ও ৬ মে অনুষ্ঠিত ১৭ তম নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত ২৮ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলে ২৩৯৮৫ জন উত্তীর্ণ হন।

এআরএস

Link copied!