Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ

মাউশির বিধি না মানায় ১৬৯ শিক্ষার্থীর ‘ভর্তি বাতিল’

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৬:৪৯ পিএম


মাউশির বিধি না মানায় ১৬৯ শিক্ষার্থীর ‘ভর্তি বাতিল’

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) শিক্ষার্থী ভর্তি বিধি না মানায় ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে মাউশি।

শিক্ষার্থীরা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার প্রথম শ্রেণির শিক্ষার্থী। তারা সবাই এ বছরের জানুয়ারিতে ভর্তি হয়েছিল। বুধবার (২৮ ফেব্রুয়ারি) মাউশির এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

মাউশির প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা (নিজেদের নির্ধারিত) অনুসরণ না করে ১ জানুয়ারি ২০১৭ সালের পূর্বে জন্মগ্রহণকারী (প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত সংযুক্ত তালিকায় বর্ণিত) শিক্ষার্থীদের ভর্তি করাটা ছিল বিধিবহির্ভূত।

এ অবস্থায়, ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে বিধিবহির্ভূতভাবে ভর্তি হওয়া ২০১৫ সালে জন্মগ্রহণকারী ১০ জন এবং ২০১৬ সালে জন্মগ্রহণকারী ১৫৯ জনসহ মোট ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করে জরুরিভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

বিআরইউ

Link copied!