Amar Sangbad
ঢাকা বুধবার, ০১ মে, ২০২৪,

হাবিপ্রবিতে তিন দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মার্চ ৭, ২০২৪, ০৫:২৩ পিএম


হাবিপ্রবিতে তিন দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘ডি-নথি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইসিই বিভাগের কম্পিউটার ল্যাবরেটরী রুমে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটি সেলের কো-অর্ডিনেটর প্রফেসর মো. মেহেদি ইসলাম, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার।

সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. শাহ্ মইনুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মো. আতিকুর রহমান ও মো. রাশেদুল ইসলাম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান স্বাধীনতার মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহিদ ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন লড়াই, সংগ্রাম, জেল, জুলুম, ও নির্যাতন সহ্য করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। যার মূল লক্ষ্য ছিল সোনার বাংলা প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন তারই রক্ত ও আদর্শের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়েছেন। উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের ৪টি মৌলিক ভিত্তি হল স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনমি। এই ভিত্তিগুলো গঠনে আমাদের ভূমিকা রাখতে হবে।

ইএইচ

Link copied!