Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫,

ববি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে জাহিদ-রবিউল

ববি প্রতিনিধি

ববি প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৫, ০৩:৩৭ পিএম


ববি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে জাহিদ-রবিউল

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

নবগঠিত কমিটিতে দৈনিক দেশ রূপান্তর–এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জাহিদ হোসেন সভাপতি এবং দৈনিক বাংলা–এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রবিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ববিসাস কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ববিসাসের সাবেক সহ-সভাপতি সোহেল রানা।

৯ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি নাজমুস সাকিব (সাম্প্রতিক দেশকাল), যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব হোসেন (নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক এনামুল হোসেন (আমার সংবাদ), কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা (আমার দেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল্লাহ জাইফ (এনটিভি)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- মো. সাইফুল ইসলাম হৃদয় (রূপান্তর প্রতিদিন) ও নাফিস মোহাম্মদ মিকাইল (ক্যাম্পাস টাইমস)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সোহেল রানা। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সদ্য সাবেক সভাপতি মো. জাকির হোসেন, সহ-সভাপতি ইলিয়াস হোসেন এবং সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম।

নির্বাচনী কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখাসহ বিভিন্ন সামাজিক ও বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!