ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad
প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে রাজধানীতে মানববন্ধন-বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এপ্রিল ৩০, ২০২৫, ০৭:৫৯ পিএম

ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে রাজধানীতে মানববন্ধন-বিক্ষোভ

ভোলা-বরিশাল নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন, ভোলায় উৎপাদিত গ্যাস ব্যবহার করে জেলায় সার কারখানা শিল্পকারখানা গড়ে তোলা, জেলায় একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ভোলাবাসীর ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে জাতী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ভোলা ফোরাম, ঢাকা।

বুধবার সকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার সব শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে ভোলাবাসী এ মানববন্ধনে অংশ নেন।

এতে ভোলা ফোরাম ঢাকা’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

মানববন্ধন শেষে রাজপথে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে মিছিলে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পরে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টাকে ভোলাবাসীর দাবিগুলো আদায়ে স্মারকলিপি প্রদান করেন।

ভোলা ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা নিজামুল হক নাঈম’র নেতৃত্ব প্রতিনিধি দলে ছিলেন, ফোরামের সহকারী সেক্রেটারী মোহাম্মদ মহিবুল্লাহ, সাংস্কৃতি সম্পাদক ও দৌলতখান ফোরামের সভাপতি এম কামাল উদ্দিন, দফতর সম্পাদক আলমগীর হোসেন সোহাগ, ছাত্রবিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন রুবেল, বোরহান মাহমুদ ও কবির হোসেন নূমান।  

ফোরামের সহকারী সেক্রেটারী ও লালমোহন ফোরামের সভাপতি কাজী মোহাম্মদ শাহে আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, চরফ্যাশন ফোরামের সভাপতি অধ্যক্ষ মাওলা মোহাম্মদ শহিদুল্লাহ, বোরহান উদ্দিন ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুস সালাম, লালমোহন ফোরামের সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম চৌধুরী, মনপুরা ফোরামের সাধারণ সম্পাদক আল মামুন নাহিদ, দৌলতখান ফোরামের সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম সোহাগ প্রমুখ।

ভোলা ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম তার বক্তব্যে বলেন, ভোলাবাসী যে দাবিগুলো নিয়ে রাজপথে রয়েছে তা কোনো আবদার নয়, এসব দাবি ভোলাবাসীর অধিকার। ভোলা জেলাকে একটি বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে বিবেচনা করলে চলবে না, সারাদেশের উন্নয়নের প্রয়োজনে দাবিগুলো বাস্তবায়ন জরুরি।

তিনি বলেন, অতীতের সরকার ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নে নামে মুলা ঝুলিয়ে রেখেছিল, কিন্তু কাজের কাজ কিছুই করেনি, আমরা জানতে পেরেছি, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আন্তর্বর্তী সরকার যদি এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ না নেয় তাহলে এটা হবে ভোলাবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা।

নিজামুল হক নাঈম বলেন, আপনারা জানেন—ভোলাবাসী সব সময় ঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকেন। জাতীয় প্রয়োজনে যেকোনো সংগ্রামে সামনের সাড়িতে ভূমিকা পালন করেন। জুলাই বিপ্লবেও একক জেলা হিসেবে সর্বোচ্চ অবদান রেখেছে ভোলা জেলা। এই জেলার বাসিন্দাদের শহাদাতের সংখ্যাও অন্য সব জেলার চাইতে বেশি।

মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও ভোলা ফোরাম ঢাকা’র সহসভাপতি ড. মোহাম্মদ ইউসুফ।

তিনি সভাপতির বক্তৃতায় বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ স্মারকলিপিতে যেসব দাবি জানানো হয়েছে সব দাবিই ভোলাবাসীর ন্যায্য দাবি।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা এসব দাবি স্বাভাবিকভাবে মেনে নিন, স্বাভাবিকভাবে দাবি মেনে নেওয়া না হলে ভোলাবাসী আঙ্গুল বাঁকা করতে বাধ্য হবেন।    

প্রধান উপদেষ্টাকে দেওয়া স্মারকলিপিতে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলায় মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল স্থাপন, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও ভোলার গ্যাস জেলার সর্বত্র ব্যবহার নিশ্চিতকরণসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। অন্যান্য দাবিগুলো হচ্ছে, সর্বত্র এবং সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, সার কারখানা বিভিন্ন মিল কারখানা প্রতিষ্ঠা করা, নদীভাঙন রোধে টেকসই ও কার্যকরী ব্যবস্থাগ্রহণ, ভোলাকে পর্যটন অঞ্চল হিসেবে গড়ে তোলা, ভোলা-ঢাকা বিমানবন্দর স্থাপন করা। আজকের মানববন্ধনে বক্তারা ভোলাবাসীর দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।  

ইএইচ

Link copied!