Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫,

ববি ভিসির পদত্যাগের দাবিতে প্রশাসনিক কার্যালয়ে তালা

ববি প্রতিনিধি:

ববি প্রতিনিধি:

মে ৬, ২০২৫, ০৪:৩৬ পিএম


ববি ভিসির পদত্যাগের দাবিতে প্রশাসনিক কার্যালয়ে তালা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীরা। দাবির প্রতি সাড়া না মেলায় মঙ্গলবার তারা বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রশাসনিক কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এ ঘটনায় অচল হয়ে পড়ে প্রশাসনিক কার্যক্রম।

এদিন বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে পূর্বঘোষিত ‘প্রশাসনিক শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে উপাচার্যের কার্যালয়, ট্রেজারার কার্যালয় ও রেজিস্ট্রার কার্যালয়সহ কয়েকটি দপ্তরে তালা ঝুলিয়ে দেন তারা। 

এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে ধ্বনিত হয়— ‘ওয়ান ট্রু থ্রি ফোর, ফ্যাসিস্ট ভিসি নো মোর’, ‘এক দফা এক দাবি— ফ্যাসিস্ট ভিসির পদত্যাগ’, ‘দফায় দফায় মামলা, এবার গদি সামলা’ ইত্যাদি স্লোগান।

শিক্ষার্থীরা জানান, উপাচার্যকে পদত্যাগের জন্য পূর্বঘোষিত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত। কিন্তু কোনো সাড়া না পেয়ে তারা শাটডাউন কর্মসূচি কার্যকর করেন।

অবস্থান কর্মসূচি চলাকালে উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানি ও ট্রেজারার অধ্যাপক মামুন অর রশিদ নিজ নিজ দপ্তর ত্যাগ করেন।

রসায়ন বিভাগের শিক্ষার্থী আকরাম বলেন, ‘ভিসির কার্যক্রম বর্তমান স্বৈরাচারী নীতির প্রতিফলন। তিনি দায়িত্ব পালন না করে শুধু আন্দোলন দমনে মনোযোগী।’

আইন বিভাগের শিক্ষার্থী তরিকুল বলেন, ‘ছাত্রদের যৌক্তিক আন্দোলনের জবাবে মামলা দেওয়া হয়, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। বর্তমান ভিসি পদে থাকার ন্যূনতম যোগ্যতা হারিয়েছেন।’

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিআরইউ

Link copied!