জবি প্রতিনিধি :
মে ৬, ২০২৫, ০১:৫৮ পিএম
জবি প্রতিনিধি :
মে ৬, ২০২৫, ০১:৫৮ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তারেক বিন আতিক। আগামী দুই বছরের জন্য তিনি এ নিয়োগ পান।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তারেক বিন আতিককে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী ২ বছরের জন্য পরিবহন প্রশাসক হিসেবে নিযুক্ত করা হলো।
এ সময় তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুক।
প্রসঙ্গত, তারেক বিন আতিক ফেনীর দাগনভূঞা পৌরসভার উদরাজপুর এলাকার মরহুম মাওলানা কাজী এএসএম আতিকুল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফেনী শহরের পাঠান বড়ি এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন।
বিআরইউ