জবি প্রতিনিধি:
মে ১৩, ২০২৫, ০২:১৮ পিএম
জবি প্রতিনিধি:
মে ১৩, ২০২৫, ০২:১৮ পিএম
জাতীয় পর্যায়ের মঞ্চে আবারও আলো ছড়ালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থী। ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা–২০২৫-এ স্বর্ণপদক জিতেছেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী জর্জিস আনোয়ার নাইম ও মারজান আক্তার।
গত ৯ থেকে ১১ মে পর্যন্ত মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের ৮৭টি দলের মোট ৭৪০ জন খেলোয়াড় অংশ নেন। এর মধ্যে ২১টি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করেন পুরুষ ও নারী ক্রীড়াবিদরা।
পুরুষদের ৬৭ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়ে স্বর্ণ জেতেন নাইম। আর নারীদের -৬৮ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হন মারজান আক্তার।
নিজের অনুভূতি জানিয়ে নাইম বলেন, ‘২৮তম আসরে রৌপ্য পদক পেয়ে হতাশ হয়েছিলাম, জাতীয় দলে জায়গা হারিয়েছিলাম। এবার কঠোর অনুশীলনের পর আল্লাহ আমাকে ফের সম্মান ফিরিয়ে দিয়েছেন।’
মারজান আক্তার বলেন, ‘আমি শারীরিকভাবে খুব অসুস্থ। হয়তো এটাই আমার শেষ টুর্নামেন্ট ছিল। তবু শেষ পর্যন্ত লড়ে স্বর্ণ জিতেছি, এটাই আমার প্রাপ্তি।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘বিজয়ীদের অভিনন্দন। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি অনন্য অর্জন। আশা করি এই ধারা অব্যাহত থাকবে। আয়োজকদের ধন্যবাদ।’
বিআরইউ