Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫,

বিপ্লব বিরোধীদের শাস্তি নিশ্চিত-সহ ৪ দফা দাবি ইবি’র বৈবিছাআ‍‍`র

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

মে ২৭, ২০২৫, ০৬:২৭ পিএম


বিপ্লব বিরোধীদের শাস্তি নিশ্চিত-সহ ৪ দফা দাবি ইবি’র বৈবিছাআ‍‍`র

জুলাই বিপ্লবের বিপক্ষে নেতৃত্ব দেয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছাড়া কোটা বাতিল, সেশনজট নিরসনের ব্যবস্থা ও বহিরাগত মুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয়  শাখা।

মঙ্গলবার (২৭ মে) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের  কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ইবি শাখা সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল, গোলাম রাব্বানী, ইয়াশিরুল কবির সৌরভ, পঙ্কজ রায় ও নোমান আলী প্রমুখ।

শাখা সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা চার দফা দাবি জমা দিয়েছি। এর আগেও অনেকবার স্মারকলিপি দেয়া হয়েছে। কিন্তু প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেননি। উল্লেখিত দাবি সমূহ দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি। ভিসি স্যার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।’

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে স্মারকলিপি জমা দিয়েছে তা নিয়ে কাজ শুরু হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের সেবক হিসেবে শিক্ষার্থীবান্ধব দাবিগুলো বাস্তবায়নে কাজ করছি।’ 

আরএস

Link copied!