জবি প্রতিনিধি
মে ২৭, ২০২৫, ০৮:২১ পিএম
জবি প্রতিনিধি
মে ২৭, ২০২৫, ০৮:২১ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. ফাতেমা-তু -জোহরা বিনতে জামান (ফাতেমা জামান)৷ তিনি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আকরাম উজ্জামানের স্থলাভিষিক্ত হয়েছেন।
মঙ্গলবার (২৭মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আকরাম উজ্জামানের চেয়ারম্যান হিসেবে নিযুক্তির মেয়াদ আগামী ১৫ জুন ২০২৫ তারিখে তিন বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের ড. ফাতেমা-তু-জোহরা বিনতে জামান পরবর্তী তিন বছরের জন্য মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।
আরও বলা হয়, তিনি (ফাতেমা জামান) বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন এবং এ আদেশ আগামী ১৬ জুন ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে।
আরএস