ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
Amar Sangbad

মিথ্যা মামলায় আটক, শিক্ষকের মুক্তির দাবিতে বেরোবিতে বিক্ষোভ

আবু সাঈদ, বেরোবি

আবু সাঈদ, বেরোবি

জুন ২০, ২০২৫, ০৬:৩৯ পিএম

মিথ্যা মামলায় আটক, শিক্ষকের মুক্তির দাবিতে বেরোবিতে বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুল হককে একটি হত্যা মামলার মিথ্যা আসামি করে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তারা দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলপ্রাপ্ত শিক্ষার্থী, ডেইলি স্টারের সাবেক সাংবাদিক এবং আমাদের স্বনামধন্য শিক্ষককে প্রহসনমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা স্তম্ভিত। মামলার বাদীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, শিক্ষক মাহমুদুল হককে তিনি চেনেন না এবং মামলার বিষয়ে কিছুই জানেন না। সুতরাং আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমরা আমাদের শিক্ষকের নিঃশর্ত মুক্তি চাই।”

সাবেক শিক্ষার্থী শাহীন আলম বলেন, “শ্রেণিকক্ষে পাঠদান শেষে বাসায় ফেরার পর পুলিশ যেভাবে তাকে গ্রেফতার করেছে, তা পূর্বপরিকল্পিত। কোনো প্রমাণ ছাড়াই তাকে মামলার সর্বশেষ আসামি করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

অধ্যাপক মাহমুদুল হকের স্ত্রী মাসুবা হাসান বলেন, “জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের পক্ষে অবস্থানের কারণে তাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাকে পোশাক নেওয়ার সুযোগ না দিয়ে গোপনে গ্রেফতার করা হয়েছে। আমাদের ছোট সন্তান জানতেও পারছে না বাবার অবস্থান। আমি তার দ্রুত মুক্তি এবং ষড়যন্ত্রকারীদের শাস্তি চাই।”

সমাবেশে বিভাগের শিক্ষার্থীরা তিন দফা দাবি উপস্থাপন করেন- অবিলম্বে মাহমুদুল হকের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, ঘটনায় জড়িতদের শাস্তি।

শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, দাবিগুলো দ্রুত পূরণ না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

ইএইচ

Link copied!