ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫
Amar Sangbad

বুড়িচংয়ে ৪২ বছর ইমামতির পর ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

জুন ২০, ২০২৫, ০৯:২০ পিএম

বুড়িচংয়ে ৪২ বছর ইমামতির পর ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর বাজার জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব মাওলানা কাজী মো. নজরুল ইসলামকে ৪২ বছরের ইমামতি শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার আসরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় গ্রামবাসী, বাজার কমিটি, যুব সমাজ ও ধর্মপ্রাণ মুসল্লিরা। 

অনুষ্ঠানে বিদায়ী ইমাম সাহেবের হাতে সম্মাননা স্মারক, এক লাখ টাকা নগদ অর্থ এবং ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়।

একই অনুষ্ঠানে নবনিযুক্ত খতিব মুফতী মাওলানা আবু নোমান ইকরামুল হককে ফুলেল মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন— ২নং বাকশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি জামসেদুল আলম, মহিউদ্দিন আখন্দ, সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির, ব্যবসায়ী মাহবুব আলম, নাঈমুল ইসলাম রাসেল, চিকিৎসক ডা. লোকমান হোসেন, প্রভাষক মাহবুব আলম, মিজানুর রহমান রুবেল, সাইফুল ইসলাম রাজিব, সাইদুর রহমান মিন্টু, কাওসার আহমেদ ও শওকত হোসেন ইমন।

প্রসঙ্গত, ইমাম মাওলানা কাজী মো. নজরুল ইসলাম শারীরিক অসুস্থতার কারণে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুবেল, ইকরাম, রাব্বানীসহ কালিকাপুর গ্রাম ও আশপাশের এলাকার অসংখ্য মুসল্লি।

সংবর্ধনা শেষে লালগালিচা সংবলিত সুসজ্জিত মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ইমাম সাহেবকে তাঁর নিজ বাড়ি কালিকাপুর দক্ষিণ পাড়ায় পৌঁছে দেওয়া হয়। বিদায়ী এ আয়োজনে এলাকাবাসীর পক্ষ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার আন্তরিক বহিঃপ্রকাশ ঘটে।

ইএইচ

Link copied!