জবি প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৫, ০৩:০৯ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘চব্বিশের জুলাই বিপ্লব ও বৈষম্যহীন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে কলা ভবনের ১১০৭ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এটি জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন।
তিনি বলেন, “জুলাই বিপ্লবে রিকশাচালক, শ্রমিক, দিনমজুরসহ সমাজের নানা শ্রেণির মানুষ জীবন দিয়েছেন। এই আত্মত্যাগ অতুলনীয়। আমাদের উচিত সব ধরনের বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করা।”
সভায় সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান এবং জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা আজ বাকস্বাধীনতা ও আত্মপরিচয়ের অধিকার ফিরে পেয়েছি। এই ইতিহাস জাতি কখনো ভুলে যাবে না।”
আলোচনা সভা ও অনুষ্ঠানটির আয়োজন কমিটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ইএইচ