Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০১ জুন, ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

সৌদিতে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার প্রবাসীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক

মে ৭, ২০২২, ১১:১৭ এএম


সৌদিতে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার প্রবাসীর মৃত্যু 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিদ্দিক মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমরী বড়বাড়ী গ্রামে। সিদ্দিক মিয়া একই গ্রামের হাইছু মিয়া ছোট ছেলে। 

নিহত সিদ্দিক মিয়া সৌদি আরবের মক্কা নগরী ইশারা ছিত্তিন নামক স্থানে একটি কোম্পানীতে লেবারের চাকরী করতো। গত ২৬ রমজান (২৮ এপ্রিল বৃহবার) সেখানেই সড়ক দূর্ঘটনায় আহত হলে নিকটস্থ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৬ মে শুক্রবারে তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিহত সিদ্দিক মিয়া দুই ছেলে সন্তানের জনক। বেশ কয়েক বছর ধরে তিনি প্রবাসে আছেন। তার মৃত্যুতে তার পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া বইছে। স্থানীয় স্বজনরা জানান দ্রুত লাশ দেশে আনার ব্যবস্থা হচ্ছে।

আমারসংবাদ/কেএস 

Link copied!