Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ২৭ শ্রাবণ ১৪২৯

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু 

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১১, ২০২২, ০৪:৪৬ পিএম


কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু 

কানাডায় সড়ক দুর্ঘটনায় আসিফ সৈয়দ (২৭) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শনিবার (৯ জুলাই) আনুমানিক রাত ৩টায় কানাডার অটোয়া হাইওয়েতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় তার চাচাতো ভাই নওশাদ সৈয়দ ও গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় অটোয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছেন।

২৭ বছর বয়সী আসিফ সৈয়দ সম্প্রতি লেখাপড়া শেষ করে চাকরিতে যোগদান করেছিলেন।

নিহতের বাবার নাম আসলাম সৈয়দ। তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার বাদুড়তলায়। আসিফের মৃত্যুর খবরে কানাডার অটোয়ায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।  

কেএস