Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪,

আমিরাতে বাংলাদেশী দুই স্কুলে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে

এপ্রিল ৩০, ২০২৩, ০৪:৫৭ পিএম


আমিরাতে বাংলাদেশী দুই স্কুলে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা

দেশের সঙ্গে মিল রেখে আরব আমিরাতে দুটি বাংলাদেশী স্কুলেও শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। রোববার (৩০ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হয় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে সংযুক্ত আরব আমিরাতের দুটি বাংলাদেশী স্কুলের এসএসসি পরীক্ষা।

এতে আবুধাবিস্থ শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে বিজ্ঞান বিভাগ থেকে ৩২ জন এবং বিজনেস স্টাডিজ থেকে ৭ জনসহ  ৩৯ জন এবং রাস আল খাইমাস্থ বাংলাদেশ স্কুল থেকে ২৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে।

আবুধাবিতে পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্বে আছেন বাংলাদেশ দূতাবাসের সচিব লুৎফুন নাহার নাজিম।

এআরএস
 

Link copied!