ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ফেসবুক অ্যাকাউন্ট নেই চিত্রনায়িকা মৌসুমীর

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৩, ২০২২, ০৩:১৭ পিএম

ফেসবুক অ্যাকাউন্ট নেই চিত্রনায়িকা মৌসুমীর

চিত্রনায়িকা মৌসুমী বলেছেন, তার নাম ও ছবি ব্যবহারে কিছু ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে নানা বার্তা দেওয়া হচ্ছে। আর সেসব বার্তাকে মৌসুমীর ভেবে কিছু গণমাধ্যম খবর তৈরি করছেন।

মৌসুমীর দাবি, তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। বিষয়টি নিয়ে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন এ অভিনেত্রী।

শুক্রবার (১ জুন) রাতে ইনস্টাগ্রামে একটি পোস্টে মৌসুমী লিখেছেন, ‘আমার কোনো ফেসবুক আইডি নেই। আর সাংবাদিক ভাইয়েরা ফেক সব আইডি থেকে কী উদ্ভট পোস্ট করছেন, আর তাই দিয়ে নিউজ করে সবাইকে বিভ্রান্ত করছেন।’

ওইসব আইডি বর্জন করার অনুরোধ করে মৌসুমী লেখেন, ‘এসব ঠিক না। আমি কোথাও কিছু পোস্ট করিনি। তাই আপনারা ওইসব আইডি বর্জন করুন প্লিজ। আমি কৃতজ্ঞ থাকব।’

ফেসবুকে সার্চ করলে মৌসুমীর ছবি ও নাম দিয়ে অসংখ্য আইডি এবং পেজ পাওয়া যাচ্ছে। এদের মধ্যে ‘আরিফা পারভিন জামান মৌসুমী’ নামের দুটি পেজে রয়েছে ৭৪ হাজার ও ৫৫ হাজার ফলোয়ারের।

মৌসুমী দাবি করেছেন, এগুলোর কোনোটিই তার অ্যাকাউন্ট বা পেজ নয়। তিনি যা লিখছেন সব ইনস্টাগ্রামেই।

গত ২৩ জুনের ইনস্টাগ্রামে মৌসুমী লেখেছিলেন, ‘লুকিয়ে থাকতে চাইলেই লুকিয়ে থাকা যায়... সামনে যেটি থাকে সেটি শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি, আড়াল করে নিজকে নিয়ে আছি— এটিই স্বস্তি। যখন দিনের আলো দেখার সুজোগ হয়, নিজেকে বেমানান লাগে।’

১৭ জুন তিনি লেখেন, ‘খুব ট্রাই (চেষ্টা) করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল। নিজের দুর্বলতা অন্য কারও ওপর চাপিয়ে কেউ ভালো থাকতে পারে না। কষ্ট আমি নিলাম সুখ তোমাকে দিলাম।’

এবি

Link copied!