ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন যারা

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৩১, ২০২২, ০৮:৪৮ পিএম

৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন যারা

ভারতীয়দের কাছে বরাবরই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়া সম্মান ও গৌরবের। রোববার (২৮ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ৬৭তম আসর। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল এই অ্যাওয়ার্ডের ঝাঁকালো আয়োজন।

এই আসরে ‘৮৩’ সিনেমার জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন রণবীর সিং আর ‘মিমি’র জন্য সেরা অভিনেত্রী হয়েছেন কৃতি শ্যানন।

এ বছর ফিল্মফেয়ারে ‘শেরশাহ’ আর ‘সর্দার উধম’র জয়জয়কার দেখা গেছে। সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘শেরশাহ’। সেরা পরিচালকের পুরস্কারও জিতে নিয়েছে সিনেমাটি।

অ্যাওয়ার্ড শোতে উপস্থিত ছিলেন রবিনা ট্যান্ডন, শেহনাজ গিল, মৌনি রায়, করণ কুন্দ্রা, মালাইকা অরোরা, কৃতি শ্যাননের মতো শিল্পীরা। 

রেড কার্পেট মাতিয়ে রেখেছিলেন কিয়ারা আদবানি, কার্তিক আরিয়ান, ভিকি কৌশল, দিয়া মির্জা প্রমুখ। এবারের আসর সঞ্চালনা করে মাতিয়েছেন রণবীর সিং এবং অর্জুন কাপুর।


ফিল্মফেয়ার ২০২২ পেলেন যারা:

সেরা অভিনেতা: রণবীর সিং (৮৩)

সেরা অভিনেত্রী: কৃতি শ্যানন (মিমি)

সেরা অভিনেতা (সমালোচক): ভিকি কৌশল (সর্দার উধম)

সেরা অভিনেত্রী (সমালোচক): বিদ্যা বালান (শেরনি)

সেরা পরিচালক: বিষ্ণুবর্ধন (শেরশাহ)

সেরা ছবি (পপুলার): শেরশাহ

সেরা ছবি (ক্রিটিক): সর্দার উধম

সেরা সহ-অভিনেতা: পঙ্কজ ত্রিপাঠি (মিমি)

সেরা সহ-অভিনেত্রী: সাই তমহাঙ্গার (মিমি)

সেরা গল্প: অভিষেক কাপুর, সুপ্রতীক সেন ও তুষার পারাঞ্জাপে (চণ্ডীগড় করে আশিকি)

সেরা ডায়লগ: দিবাকর বন্দ্যোপাধ্যায় আর বরুণ গ্রোভার (সন্দীপ অর পিঙ্কি ফারার)

সেরা চিত্রনাট্য: শুভেন্দু ভট্টাচার্য আর রীতেশ শাহ (সর্দার উধম)

সেরা নবাগত অভিনেতা: ইহান ভাট (৯৯ সংস)

সেরা নবাগতা অভিনেত্রী: শর্বরী বাগ (বান্টি অর বাবলি ২)

সেরা মিউজিক অ্যালবাম: তানিষ্ক বাগচি, বি প্রাক, জানি, জসলিন রয়্যাল, জাভেদ-মোহসিন, বিক্রম মোনত্রোস (শেরশাহ)

সেরা লিরিক্স: কৌসর মুনির-লেহেরা দো (৮৩)

সেরা গায়ক: বি প্রাক- মন ভরেয়ৎ (শেরশাহ)

সেরা গায়িকা: আসিস কৌর- রাতা লম্বিয়া (শেরশাহ)

সেরা অ্যাকশন: শেরশাহ

সেরা ব্য়াকগ্রাউন্ড মিউজিক: শান্তনু মৈত্র (সর্দার উধম)

সেরা কোরিওগ্রাফি: বিজয় গাঙ্গুলী- চকা চক (অতরঙ্গি রে)

সেরা সিনেমাটোগ্রাফি: অভীক মুখোপাধ্যায় (সর্দার উধম)

সেরা কস্টিউম: সর্দার উধম

সেরা এডিটিং: শেরশাহ

জীবনোত্তর সম্মান: সুভাষ ঘাই

 

টিএইচ

Link copied!