ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ঐশ্বরিয়া সম্পর্কে ১০ অজানা তথ্য

সাহিদুল ইসলাম ভূঁইয়া

নভেম্বর ১, ২০২২, ০৩:০৪ পিএম

ঐশ্বরিয়া সম্পর্কে ১০ অজানা তথ্য

বলিউডের তারকাদের সম্পর্কে অজানা নানা তথ্য জানার জন্য সব সময় মুখিয়ে থাকেন তাঁদের ভক্তরা। বিষয়টি বিবেচনায় নিয়ে মাঝেমধ্যেই বলিউড-কেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যম তারকাদের সম্পর্কে অজানা ও চমকপ্রদ নানা তথ্য প্রকাশ করে। তারই ধারাবাহিকতায় এবার সাবেক বিশ্বসুন্দরী, বলিউডের অভিনেত্রী ও প্রভাবশালী বচ্চন পরিবারের বউ ঐশ্বরিয়া রাই বচ্চন সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য প্রকাশ করেছে এনডিটিভি।

স্কুলজীবনেই বিজ্ঞাপনচিত্রের মডেল
স্কুলে পড়ার সময়ই বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ক্যামলিন পেনসিলের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তখন তিনি ক্লাস নাইনে পড়তেন।

তুখোড় ছাত্রী
শৈশবে পাঁচ বছর ধ্রুপদি নৃত্য ও সংগীতের ওপর তালিম নিয়েছেন ঐশ্বরিয়া। পাশাপাশি তুখোড় ছাত্রী হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। এইচএসসি পরীক্ষায় তিনি ৯০ শতাংশ নম্বর পেয়েছেন। স্থপতি হওয়ার স্বপ্ন পূরণ করতে রাহেজা কলেজে স্থাপত্য বিভাগে ভর্তি হলেও মডেলিং হিসেবে ক্যারিয়ার শুরুর জন্য পড়ালেখা ছেড়ে দেন তিনি। ১৯৯১ সালে ফোর্ড আয়োজিত একটি সুপার মডেল প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট মাথায় তোলেন ঐশ্বরিয়া। এই সাফল্যের রেশ ধরে ভোগ ম্যাগাজিনের মার্কিন সংস্করণে প্রচ্ছদ-কন্যা হওয়ার সুযোগ মেলে তাঁর।

তারকা হওয়ার আগেই রেখার আশীর্বাদ
তখন মডেলিং জগতে সবেমাত্র যাত্রা শুরু করেছেন ঐশ্বরিয়া। হঠাত্ একদিন মুম্বাইয়ের একটি মার্কেটে তাঁকে দেখে চিনতে পারেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী রেখা। তিনি ঐশ্বরিয়ার দিকে এগিয়ে গিয়ে তাঁর কাঁধে হাত রাখেন। ঐশ্বরিয়ার জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন রেখা। এভাবে তারকা হওয়ার আগেই রেখার আশীর্বাদ লাভ করেন ঐশ্বরিয়া।

মুম্বাই দাঙ্গার রাতেই বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষ
১৯৯২-৯৩ সালে মুম্বাইয়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। সেই দাঙ্গায় প্রায় ৯০০ মানুষ নিহত হয়েছিলেন। সেই অস্থির সময়ের মধ্যেও কাজ থামিয়ে দেননি ঐশ্বরিয়া। ‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা আমির খানের সঙ্গে কোমল পানীয় পেপসির একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছিলেন তিনি। টানা কাজ করে এক রাতের মধ্যেই বিজ্ঞাপনচিত্রটির শুটিং শেষ করেছিলেন তাঁরা। এই দুই তারকা পেপসির পাশাপাশি কোকের বিজ্ঞাপনচিত্রেরও মডেল হয়েছেন। বলিউডের আর কোনো তারকাই একসঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী দুই কোম্পানি পেপসি ও কোকের মডেল হননি।

প্রিয় চলচ্চিত্র ‘ক্যাসাব্লাঙ্কা’
ঐশ্বরিয়ার প্রিয় চলচ্চিত্রের তালিকায় সবার ওপরে রয়েছে অস্কারজয়ী হলিউডের ছবি ‘ক্যাসাব্লাঙ্কা’র নাম। হামফ্রে বোগার্ট ও ইনগ্রিড বার্গম্যান অভিনীত ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৪২ সালে। হলিউডের ইতিহাসে অন্যতম সফল ছবি ‘ক্যাসাব্লাঙ্কা’।

গয়না বিদ্বেষী
ঐশ্বরিয়ার অন্যতম প্রিয় একটি শখ হলো ঘড়ি সংগ্রহ করা। হরেক রকমের ঘড়ি আছে তাঁর সংগ্রহে। ঘড়ি সংগ্রহের বাতিক থাকলেও, গয়না নাকি একদমই পছন্দ করেন না তিনি।

ঐশ্বরিয়ার বারবি পুতুল
২০০৫ সালে ঐশ্বরিয়ার অল্প কিছু বারবি পুতুল যুক্তরাজ্যের বাজারে ছাড়া হয়েছিল। সবগুলো পুতুল বিক্রি হতে সময় লেগেছিল মাত্র কয়েক মিনিট।

হেফনারকে না
২০০৫ সালে প্লেবয় ম্যাগাজিনের ভারতীয় সংস্করণ বের করার পরিকল্পনা করেছিলেন এর প্রতিষ্ঠাতা হিউ হেফনার। আর প্রচ্ছদ-কন্যা হিসেবে তিনি চেয়েছিলেন ঐশ্বরিয়াকে। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি হেফনার।

জর্জ ডব্লিউ বুশের মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ
২০০৬ সালে ভারত সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তখন বুশের সঙ্গে মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ পেয়েছিলেন ঐশ্বরিয়া ও আমির খান। কিন্তু শুটিংয়ের ব্যস্ততার কারণে লোভনীয় এ সুযোগটি হারাতে হয়েছিল ঐশ্বরিয়াকে। তিনি তখন ব্রাজিলে ‘ধুম ২’ ছবির শুটিং করছিলেন।

দুবাইতে দিনভর ট্রাফিক জ্যাম
ঐশ্বরিয়া ভারতের সীমানা পেরিয়ে অনেক আগেই আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যেও রয়েছে ঐশ্বরিয়ার অগুনতি ভক্ত। তিনি একবার সাবানের বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে দুবাই গিয়েছিলেন। তখন তাঁকে কাছ থেকে একনজর দেখার জন্য ভিড় করতে থাকেন তাঁর ভক্তরা। এ জন্য দুবাই-এর বেশ কয়েকটি রাস্তায় ট্রাফিক জ্যাম বেধে গিয়েছিল। সেই জ্যাম ছুটতে সারা দিন সময় লেগে যায়।

 

ইএফ

Link copied!