Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২৬ মাঘ ১৪২৯

‘কাছের মানুষদের আচরণে বেশি মর্মাহত হয়েছি’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

নভেম্বর ২৬, ২০২২, ০১:২৯ এএম


‘কাছের মানুষদের আচরণে বেশি মর্মাহত হয়েছি’

সম্প্র্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যচ্ছে জেমসের একটি কনসার্টে সিয়ামকে চুম্বন করায় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে কষে থাপ্পড় দেন নায়ক। পরে অবশ্য জানা গেছে ছবির শুটিং এটি। ভিডিওটি ভাইরাল হলে অভিনেত্রী কতটা বিব্রতকর অবস্থায় পড়েছেন— সেটা নিয়েই বলেন সুনেরাহ।

সম্প্রতি চড় খাওয়ার ভিডিওটি ভাইরাল হওয়ায় কী ধরনের প্রতিক্রিয়া পাচ্ছেন? —দীপংকর দীপন দাদা পরিচালিত ‘অন্তর্জাল’ ছবির শুটিংয়ের ক্লিপস ছিল এটি। এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়বে— তা আমরা কেউ ভাবিনি।

ওই ভিডিও ছড়িয়ে পড়লে আমিও বিপাকে পড়ি। কাছের অনেক মানুষ যারা আমাকে জানেন, চেনেন, তারাও আমাকে ট্যাগ করে ভিডিওটি শেয়ার করছিলেন। অবাক হয়েছি তারা জানতেন বাস্তবে আমি কেমন, তবুও তারা আমাকে ভুল বুঝে গালি দিচ্ছিলেন! এতে করে বেশ কষ্ট লেগেছে আমার। তবে বেশি কষ্ট পেয়েছি পরিচিত মানুষদের ভুল বোঝাবুঝির কারণে।

কাছের মানুষরা তো জানতেন এটা শুটিং। ভিডিও দেখে তো আপনাকে ভুল বোঝারই কথা...
—দেখুন, কাউকে এভাবে চুমু খেলে নিশ্চয়ই কেউ চড় মারবে না। এটা তো বোঝা উচিত। ভিডিওতে একটা ক্যামেরা দেখা গেছে। এটা শুটিংয়েই সম্ভব। কাউকে গালাগালি করার আগে জেনে নিতে হবে সত্যতা। সেটা না জেনেই নেতিবাচক কথা বলা শুরু হলো। কাছের মানুষদের আচরণে আসলে মর্মাহত হয়েছি।

সিনেমার প্রচারে জন্য ভিডিওটি কী পূর্বপরিকল্পনা করেই ছড়ানো হয়েছে?
—না, তেমন পরিকল্পনার কিছু ছিল না। যারা ছেড়েছেন, তারা অনেকটা হেয়ালি বা মজার ছলেই ছেড়েছেন হয়তো। কিন্তু এভাবে ছড়িয়ে পড়বে তা কেউ হয়তো ভাবেননি।

সিয়ামের স্ত্রী অবন্তি এ ঘটনায় কী কোনো প্রতিক্রিয়া দেখিয়েছেন?
—অবন্তি বেশ ম্যাচিউর একজন মানুষ। সিয়াম আর অবন্তির বোঝাপড়াও চমৎকার। দারুণ সুখী সংসার ওদের। আমার সঙ্গেও অবন্তির ভালো বন্ধুত্ব। হুট করে ভুল ভাবার মেয়ে অবন্তি নয়।
 

Link copied!