Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

নতুন সংগীতশিল্পীর খোঁজে তারা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

নভেম্বর ৩০, ২০২২, ০১:৪০ এএম


নতুন সংগীতশিল্পীর খোঁজে তারা

আবারও শুরু হতে যাচ্ছে চ্যানেল আইয়ের সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সেরাকণ্ঠ’। এ আয়োজনের সপ্তম সিজনটির স্পন্সর হিসেবে আছে ঐক্যডটকমডটবিডি। আগামী ৯ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক অডিশন রাউন্ড দিয়ে শুরু হতে যাচ্ছে এই শো। পর্যায়ক্রমে বিভাগ এবং তারিখ চ্যানেল আইয়ের পর্দায় ঘোষণা করা হবে।

এবার বিচারক প্যানেলে থাকছেন দেশের তিন গুণী শিল্পী রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। এছাড়াও প্রাথমিক অডিশন রাউন্ড থেকেই থাকবে নানান চমক। এই শো’র ঘোষণা উপলক্ষে গত মঙ্গলবার চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সভাপতি উদ্যোক্তা উন্নয়ন উইং ঐক্য ফাউন্ডেশন মিসেস শাহীন আকতার রেনী, দুই বিচারক রুনা লায়লা ও রেজওয়ানা চৌধুরী বন্যা। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। সংবাদ সম্মেলনের পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অপু মাহফুজ।

সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, ‘বিরতির পর অনেক অনেক চমক নিয়ে আসছে এই রিয়েলেটি শো। এর সাথে যারা যুক্ত, তাদের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন এবং যারা আগামী সেরাকণ্ঠের এই প্ল্যাটফর্মে যুক্ত হবে, তাদের জন্যও আগাম অভিনন্দন।’

রুনা লায়লা বলেন, ‘যারা এই অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে চায় তাদের অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আশা করি এবারের আয়োজনটি বেশ চমকপ্রদ হবে।’

রেজওয়ানা চৌধুরীর বন্যার কথা, ‘সেরাকণ্ঠের মাধ্যমে যারা এবার বেরিয়ে আসবে আশা করছি তারা হবে দেশসেরা শিল্পী। এ অনুষ্ঠানের বিচারক প্যানেলে নাম থাকায় আমি সম্মানিত বোধ করছি।’

Link copied!