Amar Sangbad
ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫,

রাজারহাটে চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে সংলাপ অনুষ্ঠিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

মে ১০, ২০২৫, ০৯:২৫ পিএম


রাজারহাটে চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে সংলাপ অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাটে চরাঞ্চলে বসবাসকারী মানুষের জন্য চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে রাজারহাট উপজেলা চর উন্নয়ন কমিটির আয়োজনে তিস্তা নদীর চরাঞ্চলে বসবাসকারী মানুষের সঙ্গে চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে বুড়িরহাট স্পারবাধ সংযোগ রাস্তায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।

উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক বাসেত সরকার বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল,জেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান দুলু। 

চর উন্নয়ন কমিটির উপজেলা সদস্য সচিব শহিদুর রহমান খোকনের সঞ্চালনায় আরও বক্তব্য রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান, সদস্য সচিব সাইদুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস,উপজেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক বাবলু মিয়া,ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক রুম্মান হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব নয়ন আলী,যুগ্ম আহ্বায়ক ওয়াজেদ আলীসহ আরও অনেকে।

আরএস
 

Link copied!