Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪,

বিয়ে করার সময় নেই ভাইজানের

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ২৭, ২০২৩, ০৫:৪৮ পিএম


বিয়ে করার সময় নেই ভাইজানের

বলিউডের চিরযুবক অভিনেতা সালমান খানের জীবনে বিভিন্ন সময় নারীদের আগমন ঘটলেও তা বিয়ের জল পর্যন্ত এখনও গড়াতে পারেনি। আর ৫৫ বছর বয়সেও রোমান্টিক এই তারকাকে বলা হয় ইন্ডাস্ট্রির মোস্ট অ্যালিজেবল ব্যাচেলর।
এদিকে, ভাইজান যেখানেই যাক না তাকে বিয়ে না করা নিয়ে শুনতে হয় নানা প্রশ্নও। আর সালমানও বিভিন্ন ভাবে মজা করে তার জবাব দেন। সম্প্রতি বিয়ে সম্পর্কে প্রশ্নের জবাব পাওয়া গেলো বিয়ের সময় নেই সাল্লু বাবার।
সালমান খান অভিনীত ‘অন্তিম’ সিনেমার প্রিমিয়ারে প্রতিবারের মতো সালমানকে বিয়ে করা নিয়ে প্রশ্ন করা হলে তার বোনের স্বামী অভিনেতা আয়ুশ শর্মা জানান সালমানের হাতে বিয়ে করার সময় নেই
তিনি আরো বলেন, আমার মতে তিনি এখন যেমন আছেন সেভাবেই সুখে আছেন। তাছাড়া তিনি নিজেই তার জীবনের সকল সিদ্ধান্ত নেন।
মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’-এ ভারতীয় গুপ্তচর টাইগারের ভূমিকায় পুণরায় অভিনয় করেছেন সালমান। এতে ক্যাটরিনা কাইফ রয়েছেন তার সঙ্গে।

সোহাগ/ আরএস

Link copied!