Amar Sangbad
ঢাকা শনিবার, ২৫ মে, ২০২৪,

রাজের প্রতি আমার আগ্রহ নেই: সুনেরাহ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

মে ৩১, ২০২৩, ০৭:৫৭ পিএম


রাজের প্রতি আমার আগ্রহ নেই: সুনেরাহ

ঢালিউড অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও ফাঁস হয়। এতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধম্যে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর রাজ ও সুনেরাহর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা— তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।  

মঙ্গলবার এক অডিও বার্তায় পরীমনির দাবি- রাজ ১০ দিন ধরে তার সঙ্গে নেই, সুনেরাহর সঙ্গেই রয়েছেন। আর এসব ভিডিও ও ছবি প্রকাশের সঙ্গে সুনেরাহই জড়িত।

তবে ছবি ও ভিডিওগুলোর বিষয়ে বুধবার সুনেরাহ বলেন, রাজের প্রতি ওভাবে কোনো আগ্রহ নেই আমার। আমরা কেবলই ভালো বন্ধু।

তিনি আরও বলেন, আমাদের নিয়ে কোনো গুজবের প্রশ্নই আসে না। আমাদের মধ্যে কিছু নেই। ওর প্রতি ওইভাবে আমার জিরো পয়েন্ট জিরো পার্সেন্টও ইন্টারেস্ট নেই। ও আমার ভালো বন্ধু। ও সব সময় আমাকে ছেলেদের মতো ট্রিট করে আসছে।

সুনেরাহ বলেন, রাজ তো আমাকে শুধু বলতো তুই মেয়ে নাকি, তুই তো পোলা। এভাবেই আমাকে সবসময় ট্রিট করছে। আমরা এতটাই ভালো বন্ধু; এখানে অন্য কিছুর প্রশ্নই উঠে না

Link copied!