Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫,

দেশ ছাড়লেন ববিতা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

আগস্ট ১১, ২০২৪, ০৭:৩২ পিএম


দেশ ছাড়লেন ববিতা

দেশ ছাড়লেন ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী ববিতা। করোনায় আক্রান্ত হয়ে চারদিন হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে চিকিৎসা নিয়ে শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২২ জুলাই বাসায় ফেরেন তিনি।

এর আগে ববিতা জানিয়েছিলেন, সুস্থ হলেই কানাডায় পাড়ি দেবেন ববিতা। এর মাঝে দেশের পরিস্থিতিও অস্থিতিশীল হয়ে ওঠে। ফলে কিছুদিন সময় নিয়ে অবশেষে ছেলের কাছে উড়াল দিলেন তিনি।

কানাডায় বসবাস করছেন ববিতার পুত্র অনিক। সেখানেই ছেলের সঙ্গে সময় কাটাতে দেশ ছাড়লেন নায়িকা। শুক্রবার রাতে ছিল তার ফ্লাইট। যাওয়ার আগে অভিনেত্রী বলেছেন, ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে ছিল। কানাডার উদ্দেশে রওনা হলাম। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন।

আরএস

Link copied!