Amar Sangbad
ঢাকা বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

ডেঙ্গু আক্রান্ত আরো ৩৬ রোগী হাসপাতালে ভর্তি 

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৪, ২০২২, ০৫:৪৩ পিএম


ডেঙ্গু আক্রান্ত আরো ৩৬ রোগী হাসপাতালে ভর্তি 

এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছেন, সোমবার (৪ জুলাই) গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জরে সংক্রমিত হয়ে ৩৬ জন নতুন রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। ঢাকার বাইরে ৫ জন।

এছাড়া বর্তমানে সারাদেশে সর্বমোট ১৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২৫ জন ও ঢাকার বাইরে দেশের অন্যান্য বিভাগে ১৯জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।     

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১হাজার ২৩৮ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৯৩ জন রোগী।
 
ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে একজন রোগীর মৃত্যু হয়েছে। এদিকে গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু সংক্রমিত  হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু সংক্রমিত হয়ে মারা গেছেন ১০৫ জন।

আমারসংবাদ/টিএইচ

Link copied!