Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

কিউবা ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র

মো. মাসুম বিল্লাহ

মে ১৭, ২০২২, ০৫:২১ পিএম


কিউবা ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় কিউবায় ভ্রমণের ওপর যে নিষেধজ্ঞা আরোপ করা হয়েছিল, তা শিথিল করছে দেশটি। একইসঙ্গে উভয় দেশের পরিবারগুলোর মধ্যে রেমিট্যান্স আদান-প্রদানের বিষয়টিও শিথিল করছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্রদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, কিউবার জনগণ নজিরবিহীন মানবিক সংকট মোকাবিলা করছে। দমন এবং অর্থনৈতিক দুর্ভোগমুক্ত ভবিষ্যৎ সৃষ্টিতে সহযোগিতার জন্য কিউবার জনগণের ক্ষমতায়নের ওপর নজর দেওয়াই আমাদের নীতির লক্ষ্য।

যুক্তরাষ্ট্র হাভানা কনস্যুলেটে ভিসার ওপর আরোপিত কড়াকড়ি শিথিল করে সেখান থেকে অধিকহারে ভিসা ইস্যু করবে। যদিও  গায়ানার মার্কিন দূতাবাস থেকেই বেশিরভাগ ভিসা ইস্যু করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, দুদেশের মধ্যে শিক্ষাবিষয়ক যোগাযোগ বাড়ানো হবে। এ ছাড়া ইন্টারনেটসেবা সম্প্রসারণসহ রেমিট্যান্সের ওপর নিষেধাজ্ঞাও শিথিল করা হবে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি এবং নির্দিষ্ট গ্রুপ ভিজিট অনুমোদন করা হবে, যা বর্তমানে নিষিদ্ধ রয়েছে।

কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ টুইট করে বলেছেন, সঠিক পথের এটি একটি ছোট পদক্ষেপ মাত্র। তিনি জোর দিয়ে বলেন, ‘১৯৬২ সাল থেকে যেসব নিষেধাজ্ঞা বহাল রয়েছে, এ পদক্ষেপে তার খুব একটা পরিবর্তন হবে না।’


ইএফ

Link copied!