Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় ১০০ বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৪, ২০২২, ০১:১৪ পিএম


বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় ১০০ বেসামরিক নাগরিক নিহত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় একটি গ্রামে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

রয়টার্স জানিয়েছে, সশস্ত্র হামলাকারীরা গত শনিবার ও রোববারের মধ্যে বুরকিনা ফাসোর সেনো প্রদেশের সেতেঙ্গা এলাকায় রাতের অন্ধকারে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায়। সেখানে পুরুষদের ওপর হত্যাযজ্ঞ চালায় তারা।

সশস্ত্র ব্যক্তিরা নারী ও শিশুদের ওপর হামলা চালায়নি। এখন পর্যন্ত হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। সীমান্তবর্তী এলাকাটিতে আল-কায়েদা এবং আইএসআইএল-এর সঙ্গে সম্পৃক্তরা সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে থাকে। অবশ্য সশস্ত্র হামলায় মৃতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন বিবরণ পাওয়া যাচ্ছে। 

দেশটির সরকারের এক মুখপাত্রের বরাতে আল–জাজিরা জানিয়েছে, সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমারসংবাদ/এআই 

Link copied!