Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে বন্দুক হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৫, ২০২২, ০২:০০ এএম


যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে বন্দুক হামলায় নিহত ৬

যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্বাধীনতা দিবসের প্যারেডে বন্দুক হামলায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬ জন।

সোমবার সকালে হাইল্যান্ড পার্কের সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকায় এই হামলা চালানো হয়। খবর রয়টার্সের।

জানা যায়, আনুমানিক সকাল ১০টার দিকে স্বাধীনতা দিবসের প্যারেড শুরু হয়। এর দশ মিনিট পরেই বন্দুক নিয়ে হামলা হয়। এ সময় মানুষ দ্বিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। হামলায় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্যারেড শুরুর আগে হামলাকারীরা আশপাশের কোনো একটি দোকানের ছাদে অবস্থান নেয়। প্যারেড শুরু হওয়ার পরই প্যারেডে অংশ নেওয়া মানুষদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

হাইল্যান্ড পার্ক নগর কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থলের আশপাশে যারা অবস্থান করছেন তাদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এক টুইট বার্তায় হাইল্যান্ড পার্কের মেয়র স্বাধীনতা দিবসের সকল অনুষ্ঠান ও র‍্যালি বাতিল করার কথা জানিয়েছেন।

কে বা কারা এই হামলা করেছে এখন পর্যন্ত পুলিশ তা জানাতে পারেনি। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে হামলাকারীর একজন শ্বেতাঙ্গ, তার বয়স আনুমানিক ১৮-২০ বছর।

হামলার পর বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হাইল্যান্ড পার্কের আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।

ইএফ

Link copied!