Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

রাশিয়াকে দুর্বল করার জন্য পশ্চিমারা যুদ্ধকে দীর্ঘস্থায়ী করতে চায়: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২২, ০৯:০০ পিএম


রাশিয়াকে দুর্বল করার জন্য পশ্চিমারা যুদ্ধকে দীর্ঘস্থায়ী করতে চায়: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশকে দুর্বল করার জন্য পশ্চিমা জগত ইউক্রেন যুদ্ধকে দীর্ঘ স্থায়ী করতে চাইছে। এ কারণেই এসব দেশ ইউক্রেনকে পূর্ণমাত্রায় অস্ত্র সরবরাহ করছে এবং তাদের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে রাশিয়ার শীর্ষ কূটনীতিক এসব কথা বলেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সুস্পষ্ট করে বলেন, তারা এগুলো করছে শুধুমাত্র রাশিয়াকে খণ্ড-বিখণ্ড এবং দুর্বল করার জন্য।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস এলাকা অসামরিকীকরণের লক্ষ্য নিয়ে এই অভিযান শুরু করে রাশিয়া। গতকাল নিরাপত্তা পরিষদের অধিবেশনের ল্যাভরভ বলেছেন, এই সামরিক অভিযান অপরিহার্য ছিল, কোনভাবেই এড়ানো সম্ভব ছিল না।

অধিবেশনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, রাশিয়া আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে ইউক্রেনে হামলা চালিয়েছে।

এবি

Link copied!