Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আর্জেন্টিনা

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২১, ২০২৩, ০৫:৪৬ পিএম


শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আর্জেন্টিনা

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় কার্ডোবা শহর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। শুক্রবার (২০ জানুয়ারি) দেশটির স্থানীয় সময় ভোর ৩টা ৩৯ মি. শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। খবর এনডিটিভি।

টুইট বার্তায় আর্জেন্টিনার জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনএসসি) জানিয়েছে, আর্জেন্টিনার কার্ডোবা শহর থেকে ৫১৭ কিলোমিটার দূরে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৮৬ কিলোমিটার ভূগর্ভে।

আর্জেন্টিনার সান্তিয়াগো দেল এস্তেরো প্রদেশের মন্টে কুইমাডো থেকে ১০৪ কিলোমিটার দূরে এই ভূমিকম্প অনুভূত হয়।

এদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, আর্জেন্টিনায় আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তি ছিল ভূপৃষ্ঠ থেকে ৬০০ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনায় কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এআরএস

 

Link copied!