Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

চীনের বিদ্যালয়ে হঠাৎ করোনার প্রাদুর্ভাব, পাঠদান স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৩:২৩ পিএম


চীনের বিদ্যালয়ে হঠাৎ করোনার প্রাদুর্ভাব, পাঠদান স্থগিত

চলতি সপ্তাহে চীন জুড়ে বেশ কিছু স্কুলের ক্লাস স্থগিত করা হয়েছে। দেশটিতে কভিড-১৯ ও অন্যান্য ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর স্ট্রেইট টাইমস।

গত সপ্তাহান্তে দেশটির ই-কমার্স হাব হাংজুতে একই শ্রেণীকক্ষে দ্বিতীয় শ্রেণীর ১০ জন শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে কখনো ওই শিক্ষার্থীরা সংক্রমিত হয়নি। এরই পরিপ্রেক্ষিতে গত ২০ ফেব্রুয়ারি থেকে চার দিনের ক্লাস স্থগিত করা হয়েছে।  

বুধবার (২২ ফেব্রুয়ারি) বেইজিংয়ের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, চলতি ফেব্রুয়ারিতে বেশিরভাগ কিন্ডারগার্টেন ও স্কুলগুলোতে ফ্লু ও নোরোভাইরাসের প্রাদুর্ভাব বেশি দেখা দিয়েছে।

এদিকে সাহাংইয়ে চার শিক্ষার্থীর করোনা শনাক্ত হওয়ায় সশরীরে প্রাথমিকের ক্লাস বাতিল করা হয়েছে। একই কারণে ঝেজিয়াং প্রদেশ, রাজধানী বেইজিং ও পাশের শহর তিয়ানজিনে ক্লাস স্থগিত রাখা হয়েছে।

গত ডিসেম্বরের শুরুতে কভিড সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেয়ার পর চীনে অপ্রত্যাশিতভাবে সংক্রমণের মাত্রা বেড়েছে। গত দুই মাসের কম সময়ে দেশটিতে ৯০ শতাংশ মানুষ কভিডে সংক্রমিত হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ল্যাব টেস্টে প্রতিদিন গড়ে ১০ হাজার ব্যক্তি করোনা সংক্রমিত হচ্ছেন। 

এআরএস

Link copied!