Amar Sangbad
ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪,

যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২১, ২০২৩, ০৫:০১ পিএম


যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রীর পদত্যাগ
ডোমিনিক রাব।ছবি: ফাইল

আচরণগত ত্রুটির অভিযোগে স্বাধীনভাবে তদন্ত চলকালে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী ডোমিনিক রাব। খবর আল-জাজিরা। আজ শুক্রবার তিনি পদত্যাগ করেন।

প্রধানমন্ত্রী ঋষি সুনাককে দেওয়া এক চিঠিতে রাব বলেন, তদন্ত একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে, তবে তিনি সরকারের সমর্থনে থাকবেন। চিঠিটি টুইটারে প্রকাশিত হয়েছে।  

তিনি বলেন, আমি তদন্তের আহ্বান জানিয়েছিলাম। নিপীড়নের মতো কিছু পাওয়া গেলে পদত্যাগ করব বলে ঘোষণা দিয়েছিলাম। আমি বিশ্বাস করি, কথা রাখা গুরুত্বপূর্ণ। এটি মন্ত্রীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরে উদ্বুদ্ধ করবে।

গেল অক্টোবরে সুনাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে তৃতীয় কোনো জ্যেষ্ঠ মন্ত্রী ব্যক্তিগত কারণে পদত্যাগ করলেন।

রাবের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নিজের অধীনে থাকে বেশ কয়েকজন সরকারি চাকরিজীবীর ওপর নিপীড়ন চালিয়েছেন।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডাম টলে কেসিকে অভিযোগের বিষয়ে তদন্ত করার নির্দেশ দেন। রাব অবশ্য বারবার নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন।

এআরএস

 

Link copied!