Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

তালেবানের সাথে মার্কিন কর্মকর্তারা দোহায় সাক্ষাত করবেন

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৭, ২০২৩, ১০:৫২ এএম


তালেবানের সাথে মার্কিন কর্মকর্তারা দোহায় সাক্ষাত করবেন

মার্কিন কর্মকর্তারা চলতি সপ্তাহেই দোহায় আফগান সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনায় বসবেন বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বুধবার জানিয়েছে। তারা অর্থনীতি, নিরাপত্তা ও নারী অধিকারের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলেও জানানো হয়েছে।

আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি টমাস ওয়েস্ট এবং আফগান নারী, মেয়ে ও মানবাধিকারবিষয়ক বিশেষ দূত রিনা আমিরি ২৬ থেকে ৩১ জুলাই কাজাখস্তানের আস্তানা এবং কাতারের দোহা সফর করবেন বলে মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে।

আস্তানায় তারা কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের কর্মকর্তাদের সাথে আফগানিস্তান নিয়ে আলোচনা করবেন। তারা নারীদের অধিকার নিয়ে বিশেষভাবে আলোচনা করবেন বলে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে।

মার্কিন কর্মকর্তারা দোহায় তালেবান প্রতিনিধিদলের সাথে সাক্ষাত করে আফগানিস্তানের মানবাধিকার, নিরাপত্তা এবং নারীদের অধিকার নিয়ে আলোচনা করবেন।

তালেবান ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসে। সূত্র : মিডল ইস্ট মনিটর

এইচআর

Link copied!