ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

আল-শিফা হাসপাতালে কোনো জিম্মিকে পায়নি ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৩, ০৫:১২ পিএম

আল-শিফা হাসপাতালে কোনো জিম্মিকে পায়নি ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকার বৃহৎ হাসপাতাল আল-শিফার ভেতরে বুধবার সকাল থেকে অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলেছিল, হাসপাতালটির নিচে সশস্ত্র গোষ্ঠী হামাসের কমান্ড সেন্টার রয়েছে। এছাড়া সেখানে জিম্মিও থাকতে পারে বলে দাবি করেছিল।

তবে ইসরায়েলি রেডিও জানিয়েছে, আল-শিফার ভেতরে সেনারা কোনো জিম্মিকে খুঁজে পায়নি। বুধবার সকালে ইসরায়েল ঘোষণা দেয়, হাসপাতালের ভেতরে তাদের সেনারা সুনির্দিষ্ট এবং টার্গেটেড অভিযান চালাচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র পিটার লার্নার জানান, ‘অভিযানের প্রয়োজনীয়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আল-শিফার ভেতরে অভিযান চালাচ্ছে তারা।’

ইসরায়েলি বাহিনী যুদ্ধের শুরু থেকেই অভিযোগ করছে, আল-শিফা থেকে সামরিক কার্যক্রম পরিচালনা করছে হামাস। হাসপাতাল কর্তৃপক্ষ ও হামাস উভয়েই জানিয়েছে, ইসরায়েলের এ অভিযোগ পুরোপুরি মিথ্যা এবং এটির কোনো ভিত্তি নেই।

কিন্তু তা সত্ত্বেও বুধবার হাসপাতালটির ভেতরে হামলা চালায় তারা। এখন হাসপাতালটিতে থাকা রোগী ও আশ্রয় নেওয়া সাধারণ মানুষকে হয়রানি করছে ইসরায়েলি দখলদাররা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েল হাসপাতালটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এ কারণে হামাসের অবকাঠামো থাকার অজুহাত দিয়ে সেখানে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা।

যুদ্ধ শুরুর পর আল-শিফা হাসপাতালে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছিলেন। কিন্তু যখন ইসরায়েলি সেনারা ট্যাংক নিয়ে হাসপাতালের কাছাকাছি চলে আসে তখন অনেকে সেখান থেকে সরে যান। তবে গত দুই-তিন দিন ধরে যারা হাসপাতাল ছাড়ার চেষ্টা করেছেন তাদের ওপর ড্রোন হামলা ও গুলি ছুড়েছে ইসরায়েলি সেনারা। সূত্র: সিএনএন

এইচআর

Link copied!