Amar Sangbad
ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪,

মস্কোয় সন্ত্রাসী হামলা: অষ্টম সন্দেহভাজনকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৭, ২০২৪, ০৩:১৫ পিএম


মস্কোয় সন্ত্রাসী হামলা: অষ্টম সন্দেহভাজনকে গ্রেপ্তার

মস্কোর বাসমানি আদালত ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলার মামলায় অষ্টম সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে বলে বুধবার রুশ সংবাদমাধ্যম তাস জানিয়েছেন।

প্রতিবেদন অনুসারে, সন্দেহভাজন ব্যক্তি কিরগিজস্তানের আলিশার কাসিমভ, যিনি সন্ত্রাসী হামলায় জড়িত অপরাধীদের একটি অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়েছিলেন। আদালত কাসিমভকে ২২ মে পর্যন্ত আটকে রেখেছে। প্রতিরক্ষা পক্ষ তাকে গৃহবন্দী করতে বলেছে। আদালতের সিদ্ধান্ত এখনও কার্যকর হয়নি এবং আপিল সাপেক্ষে।

কাসিমভের জন্ম ওশ শহরে। তিনি একজন রাশিয়ান নাগরিক এবং তার তিনটি সন্তান রয়েছে। তিনি ক্রাসনোগর্স্কে একটি ক্যাফের মালিক।

গত ২৫ মার্চ, মস্কোর বাসমানি আদালত ক্রোকাস সিটি হল সন্ত্রাসী হামলার চার অপরাধীকে গ্রেপ্তার করে: দালেরজন মিরজোয়েভ, সাইদাকরাম রাচাবালিজোডু, শামসিদিন ফরিদুনি এবং মুহাম্মাদসোবির ফাইজভ। পরে, তাদের তিন কথিত সহযোগী, আমিনচন ইসলোমভ, দিলভার ইসলোমভ এবং তাদের বাবা ইসরাইল ইসলোমভকেও গ্রেপ্তার করা হয়।

আরএস

Link copied!