ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad
কাশ্মীরে হামলা

ভারত-পাকিস্তান উত্তেজনা, ধৈর্য ধারণের আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১, ২০২৫, ১২:২২ পিএম

ভারত-পাকিস্তান উত্তেজনা, ধৈর্য ধারণের আহ্বান যুক্তরাষ্ট্রের

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই পরমাণু শক্তিধর দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেন।

ফোনালাপে পেহেলগামের হামলা নিয়ে সৃষ্ট উত্তেজনা কমাতে ভারত ও পাকিস্তানকে একসঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ করেন রুবিও। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং হামলার তদন্তে পাকিস্তানের সহযোগিতার আহ্বান জানান।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, রুবিও পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে ভারতকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। তিনি পেহেলগামের ভয়াবহ হামলায় নিহতদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেন এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলাপে রুবিও পাকিস্তানকে কাশ্মীর হামলার নিন্দা জানাতে এবং তদন্তে সহযোগিতা করতে বলেন। তিনি এই নৃশংস হামলার তদন্তে পাকিস্তানি কর্তৃপক্ষকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, পেহেলগামে সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। এই ঘটনার পর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও অবনতি হতে শুরু করেছে। পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।

ইএইচ

Link copied!