আন্তর্জাতিক ডেস্ক
মে ৫, ২০২৫, ১০:৩৭ এএম
আন্তর্জাতিক ডেস্ক
মে ৫, ২০২৫, ১০:৩৭ এএম
জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ায় রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এতে পেহেলগামে ঘটে যাওয়া হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি আরও জানায়, পাকিস্তানের অনুরোধে এই বৈঠকের আয়োজন করছে জাতিসংঘ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং ভারতের একতরফা পদক্ষেপগুলোর বিস্তারিত তুলে ধরবে। পাকিস্তান এই কূটনৈতিক উদ্যোগকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ‘সঠিক তথ্য উপস্থাপনের’ অংশ হিসেবে দেখছে।
পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং সীমান্তবর্তী আতারি-ওয়াঘা স্থলসীমান্ত বন্ধ করে দেয়। পাকিস্তান এই সিদ্ধান্তকে "যুদ্ধ ঘোষণার শামিল" হিসেবে উল্লেখ করে পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত করে এবং ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়।
এই উত্তেজনার মধ্যে শনিবার পাকিস্তান ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। ৪৫০ কিলোমিটার রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান ‘সিন্ধু মহড়া’র অংশ হিসেবে নিক্ষেপ করেছে বলে জানায়। ভারতের কর্মকর্তারা এটিকে "উসকানিমূলক আচরণ" বলে মন্তব্য করেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। রাশিয়া জানিয়েছে, উভয় পক্ষ রাজি হলে তারা মধ্যস্থতার জন্য প্রস্তুত।
বর্তমানে কূটনৈতিক সম্পর্কের অবনতি, সীমান্ত সংঘর্ষ এবং পারস্পরিক নিষেধাজ্ঞার ফলে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। জাতিসংঘের এই বৈঠকে উত্তেজনা প্রশমনে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, তা নিয়েই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর।
উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাসম্পন্ন পাঁচটি স্থায়ী সদস্য হলো— চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এছাড়া ১০টি অস্থায়ী সদস্য দেশ হলো— আলজেরিয়া, ডেনমার্ক, গ্রিস, গায়ানা, পাকিস্তান, পানামা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া ও সোমালিয়া।
চলতি মে মাসের জন্য নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে গ্রিস।
ইএইচ