ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad
ইসরায়েলের সমালোচনা

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষার্থীকে স্নাতক অনুষ্ঠানে নিষিদ্ধ করল এমআইটি

আন্তর্জাতিক ডেস্ক   

আন্তর্জাতিক ডেস্ক   

মে ৩১, ২০২৫, ০২:৩৮ পিএম

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষার্থীকে স্নাতক অনুষ্ঠানে নিষিদ্ধ করল এমআইটি
ছবি: এক্সের ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষার্থী মেঘা ভেমুরিকে স্নাতক সমাপনী অনুষ্ঠানে নিষিদ্ধ করেছে। গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়ার পর তাঁর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয় এমআইটি কর্তৃপক্ষ। মেঘা ভেমুরি এমআইটির ২০২৫ ব্যাচের সভাপতি। তিনি স্নাতক অনুষ্ঠানের প্রধান (মার্শাল) হিসেবে অংশ নেওয়ার কথা ছিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেলিসা নোবেলস জানিয়েছেন, মেঘার স্নাতক অনুষ্ঠানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

উপাচার্য আরও বলেন, মেঘা ও তাঁর পরিবারের সদস্যরা ওই দিন প্রায় পুরো সময়ের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ থাকবেন।

চ্যান্সেলর নোবেলস একটি ই–মেইলে মেঘাকে লিখেছেন, ‘আপনি পরিকল্পিতভাবে এবং বারবার স্নাতক অনুষ্ঠান আয়োজকদের বিভ্রান্ত করছেন।’

উপাচার্য মেলিসা আরও লিখেছেন, ‘আমরা মতপ্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি দিই। কিন্তু আপনি মঞ্চে প্রতিবাদ চালিয়ে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ব্যাঘাত সৃষ্টি করেছেন, যাতে আমাদের নির্ধারিত নিয়ম, সময়, স্থান ও পদ্ধতি লঙ্ঘিত হয়েছে।’

মেঘা কী বলেছিলেন

লাল কেফিয়েহ (ফিলিস্তিনের প্রতি সমর্থনের প্রতীক স্কার্ফ) পরে মেঘা ভেমুরি গাজায় ইসরায়েলের নৃশংস কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইসরায়েলের সম্পর্কেরও বিরোধিতা করেন এবং সহপাঠীদের ইসরায়েলবিরোধী প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানান।

মেঘা বলেন, ‘এমআইটি একটি বিদেশি সামরিক বাহিনীর সঙ্গে গবেষণায় অংশ নিচ্ছে, সেটা হলো ইসরায়েলি বাহিনী। এর অর্থ হচ্ছে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আক্রমণে শুধু আমাদের দেশ নয়, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানও জড়িত।’

মেঘা আরও বলেন, ‘আমরা দেখছি, ইসরায়েল কীভাবে ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চাইছে। এটা লজ্জার যে এমআইটি এতে অংশীদার।’

এমআইটির এই শিক্ষার্থী আরও বলেন, ‘গত বসন্তে এমআইটির আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট ছাত্র ইউনিয়ন ভোট দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছিল। আপনারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতির ডাক দিয়েছিলেন এবং ক্যাম্পাসে যাঁরা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন।’

এমআইটির স্নাতক ব্যাচের সভাপতি মেঘা ভেমুরি তাঁর পুরো বক্তৃতায় ইসরায়েলের তীব্র সমালোচনা করেন।

কে এই মেঘা ভেমুরি

ভারতীয় বংশোদ্ভূত মেঘা ভেমুরির জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আলফারেটা শহরে। তিনি আলফারেটা হাইস্কুল থেকে ২০২১ সালে স্নাতক হন এবং এরপর একই বছর এমআইটিতে ভর্তি হন। সেখান থেকে তিনি কম্পিউটার সায়েন্স, নিউরোসায়েন্স ও ভাষাতত্ত্ব নিয়ে পড়াশোনা শেষ করেছেন। তিনি স্নাতক ক্লাসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মেঘা এমআইটির ছাত্রসংগঠন রিটেন রেভল্যুশনের (Written Revolution) সদস্য, যা বিপ্লবী চিন্তাধারা প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার ইউসিটি নিউরোসায়েন্স ইনস্টিটিউটে গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন। -তথ্যসূত্র: বোস্টন গ্লোব

আরএস

Link copied!