ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

পাকিস্তানে নারী টিকটকারকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক   

আন্তর্জাতিক ডেস্ক   

জুন ৩, ২০২৫, ০৬:২৫ পিএম

পাকিস্তানে নারী টিকটকারকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা সানা ইউসুফ (১৭) ইসলামাবাদে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সোমবার (২ জুন) ইসলামাবাদের সেক্টর জি-১৩ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্যা ট্রিবিউন।

পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার বাসায় ঢুকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সানা ইউসুফ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার চিত্রাল এলাকার বাসিন্দা ছিলেন। টিকটকে নানা ধরনের ভিডিও প্রকাশ করে অল্প সময়েই তিনি জনপ্রিয়তা পান। তার বিপুলসংখ্যক অনুসারী ছিলো সামাজিক যোগাযোগমাধ্যমে।

পাকিস্তানি টেলিভিশন চ্যানেল সামা টিভি পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে, ইসলামাবাদের সেক্টর জি-১৩ এলাকায় থাকতেন সানা। সেখানে তার বাড়িতে অতিথি সেজে এক ব্যক্তি প্রবেশ করে এবং তাকে কাছ থেকে গুলি করে। মুহূর্তের মধ্যেই তরুণী মৃত্যুর কোলে ঢলে পড়ে। 

ঘটনার পরপরই হামলাকারী পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস)-এ পাঠানো হয়েছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।

টিনএজ টিকটকারদের ওপর সহিংসতা বাড়ছে পাকিস্তানে

সানা ইউসুফের হত্যাকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছেন।

এর আগে চলতি বছরের শুরুতে পাকিস্তানের কোয়েটা শহরে টিকটক ব্যবহার করায় হিরা নামের ১৫ বছর বয়সী এক কিশোরীকে হত্যা করেন তার বাবা ও মামা। 

অভিযোগ রয়েছে, পরিবারের নিষেধ অমান্য করে টিকটক ব্যবহার করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। ওই ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা হত্যার দায় স্বীকার করেছেন।

এদিকে সানা ইউসুফ হত্যার ঘটনায় এখনো মামলা দায়ের বা কোনো অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি। তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ পুলিশ।

আরএস

Link copied!